Friday , 20 September 2019
এই মাত্র পাওয়া
Home » সমগ্র বাংলাদেশ » প্রধানমন্ত্রী শাহজালালের মাজার জিয়ারত করলেন

প্রধানমন্ত্রী শাহজালালের মাজার জিয়ারত করলেন

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেট সফর গিয়ে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ জনসভার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি।
প্রধানমন্ত্রী সিলেটের ২০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এর আগে সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় সিলেটে পৌঁছান শেখ হাসিনা। তার সফর উপলক্ষে পুরো শহর ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে সাজানো হয়েছে।

Leave a Reply